December 16, 2025 - 10:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০০

ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০০

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় আড়িয়ামোহন ও ছোট আড়িয়ামোহন গ্রামের মধ্যে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই দিনব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত ৫ থেকে ৭ জন। ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি বাড়িঘর, যানবাহন ও দোকান লুটপাটের ঘটনাও ঘটেছে।

রোববার (৮ জুন) থেকে শুরু হয়ে সোমবার (৯ জুন) পর্যন্ত চলা এ সংঘর্ষে বড় আড়িয়ামোহন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ছোট আড়িয়ামোহনের শহিদুল ও তার ছেলে হিমেলসহ শতাধিক ব্যক্তি এই হামলার নেতৃত্ব দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে বড় আড়িয়ামোহনের নজরুল ইসলাম (৩০) ও ছোট আড়িয়ামোহনের হিমেল (৩২) এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হিমেল নজরুলকে আঘাত করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও রাত সাড়ে ৯টার দিকে হিমেল ও বহিরাগতদের নিয়ে বড় আড়িয়ামোহনের কয়েকজনের ওপর হামলা চালানো হয়।

পরদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বড় আড়িয়ামোহন গ্রামে একাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয়, লুটপাট হয় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও গবাদিপশু।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন: মাহবুবের বাড়িতে অগ্নিসংযোগ, ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ ও আসবাবপত্র লুট। সোবাহানের খরের পালায় আগুন ও ঘর ভাঙচুর। আবুল হাশেমের ঘরে ১৫ লাখ টাকা, জমির দলিল, ফ্রিজসহ তিনটি কক্ষ আগুনে পুড়ে যায়। বারিক সরকার ও রুহুল আমিন গুলিবিদ্ধ হন। পলাশ সরকার, শাহ আলীসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ বা রাবার বুলেটে আহত হন। কয়েকটি বাড়ি ও ফার্মে ভাঙচুর, একটি মিনি ট্রাক ও একটি নতুন ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। দুইটি পবিত্র কুরআন শরীফেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বড় আড়িয়ামোহন গ্রামের পক্ষ থেকে সদর থানায় চারটি পৃথক অভিযোগ করা হয়েছে। পাল্টা অভিযোগ দায়ের করেছেন ছোট আড়িয়ামোহনের শহিদুল নামের এক ব্যক্তি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার রয়েছে। ঘটনাটি সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রয়েছে।”

এদিকে আহত ও ক্ষতিগ্রস্তরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...