সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ার সম্পর্ক জেনে যাওয়ায় রাজমিস্ত্রি রাশেদুল ইসলাম রাসু (৩৫) কে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে তারা।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার ভয়নগর গ্রামের সুমন সরকার (৩৩) এবং একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী আন্না খাতুন (৩০)। শনিবার (৭ জুন) দুপুরে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান জানান, গত ৩০ মে রাতে আন্না খাতুন কৌশলে রাসুকে ঘরে ডেকে আনেন, যেখানে আগে থেকেই সুমন অবস্থান করছিলেন। এরপর আন্নার ওড়না দিয়ে গলা চেপে হত্যা করা হয় রাসুকে। হত্যার পর তার মরদেহ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
এর আগে, ছয় দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাসুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসু দুই সন্তানের জনক এবং স্থানীয় আবু সাঈদের ছেলে।
ওসি আরও জানান, ঈদের দিন প্রথমে আন্নাকে এবং পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত দেড়টায় সুমনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, রাসু তাদের পরকীয়া সম্পর্ক দেখে ফেলেন এবং পরে আন্নাকে অনৈতিক প্রস্তাব দেন। এ কারণেই হত্যার পরিকল্পনা করা হয়।
রবিবার বিকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হবে এবং তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন বলে জানান ওসি রাকিবুল হাসান।


