সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক রুকন, সদস্য, সাথী, শহীদ পরিবারের সদস্য, ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে বেলকুচি সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. আলী আলম এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা শিবির সভাপতি হাফেজ মো. ইউসুফ আলী, সেক্রেটারি আরিয়ান ইসমাইল, আবুল হোসেন, গোলাম সারোয়ার, সানোয়ার হোসেন, আহসান হাবীব, ডা. সেরাজুল ইসলাম, রাকিবুল হাসান শামীম, মাহবুব আলম, আমিরুল ইসলাম, জাকারিয়া হোসাইন প্রমুখ।
আলোচনা পর্বে জামায়াত নেতৃবৃন্দ ঈদের মিলনমেলায় ইসলামী আন্দোলনের গুরুত্ব, আদর্শিক চেতনা ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।


