সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড়ে উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে যানবাহনের প্রবাহ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদযাত্রা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন, যা স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণেরও বেশি। এই সময়ে সেতু থেকে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকার টোল আদায় হয়েছে।
মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। হাটিকুমরুল গোলচত্বর, নলকা সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে কোথাও যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ৩ জুন বিকেলেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেওয়া হয়েছে। এতে গোলচত্বর এলাকার চাপ অনেকটা কমে এসেছে।”
এদিকে, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, প্রশাসনের তৎপরতা এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা।


