ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাস স্ট্যান্ড এলাকায় মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)। নিহতদের সবাই গরুর ব্যবসায়ে জড়িত। তারা একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, নিহতদের সবার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতরা গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার টেকেহাট বসে, তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিল। ঘাতক বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ।
এ দিকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন বলেন, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটিতে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। তবে যাত্রীবাহী সেই বাসটি পালিয়ে গেছে।


