December 16, 2025 - 7:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ১০ হাজার টাকার বিনিময়ে ‘জখমি সনদ’, অভিযুক্ত চিকিৎসক মিতুল ভৌমিক

১০ হাজার টাকার বিনিময়ে ‘জখমি সনদ’, অভিযুক্ত চিকিৎসক মিতুল ভৌমিক

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে ঘুষ নিয়ে জখমি সনদ (গ্রিভিয়াস ইনজুরি সার্টিফিকেট) দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসক মিতুল ভৌমিকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন উল্লাপাড়া উপজেলার বড়হর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে তানজিমুল ইসলাম।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৫ মে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের আলমগীর হোসেন ও তার দুই ছেলে মনিরুল ইসলাম ও মারুফ হোসেন দেশীয় অস্ত্র দিয়ে আশরাফ আলীর মাথায় হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথার পেছনে গভীর ক্ষত ও রক্তপাত হয়। পরে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তানজিমুল ইসলাম অভিযোগ করেন, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিতুল ভৌমিক প্রথমে চিকিৎসায় নানা তালবাহানা করেন এবং পরে ৫ হাজার টাকা ঘুষ নিয়ে তার বাবার মাথায় ছয়টি সেলাই দেন। এরপর আহতের পক্ষে আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করতে প্রয়োজনীয় গ্রিভিয়াস সনদ দেওয়ার শর্তে আরও ৫ হাজার ৫০০ টাকা দাবি করেন চিকিৎসক। সবমিলিয়ে নগদ ১০ হাজার ৫০০ টাকা প্রদান করতে হয় তাদের।

তবে পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত চিকিৎসক আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে তাদের পক্ষে একটি সাধারণ (সিম্পল) সনদ ইস্যু করেছেন। যোগাযোগ করলে চিকিৎসক মিতুল ভৌমিক দাবি করেন, “উপরে থেকে চাপ ছিল, তাই সাধারণ সনদ দিতে হয়েছে।”

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি প্রভাবশালী চক্র জখমি সনদ বাণিজ্যে জড়িত। চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সিরাজগঞ্জের সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১২ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে। তারা তদন্তপূর্বক অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

হাসপাতালের মেডিকেল রেকর্ড সেন্টারের তথ্য বলছে, শুধুমাত্র ১ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সময়কালে ২৬৯টি জখমি সনদ ইস্যু করা হয়েছে। গত ছয় মাসে এই সংখ্যা ৫০০-এর বেশি, যা অনিয়মের সম্ভাবনাকে সামনে আনছে।

অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মিতুল ভৌমিক বলেন, “গ্রিভিয়াস সনদ প্রদানে ঘুষ নেওয়ার সুযোগ নেই। ওই রোগীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল না, তাই সাধারণ সনদ দেওয়া হয়েছে।”

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার জানান, “সিভিল সার্জনের নির্দেশে ডা. মিতুল ভৌমিককে জরুরি বিভাগ থেকে সরিয়ে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

স্বাস্থ্যখাতের মতো একটি গুরুত্বপূর্ণ ও মানবিক ক্ষেত্রে ঘুষ ও সনদ বাণিজ্যের অভিযোগ জনস্বার্থের প্রতি মারাত্মক অবহেলার শামিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...