পুঁজিবাজার ডেস্ক: ঘোষিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোনো উদ্যোগ না থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারের লেনদেনে। বাজেট ঘোষণার পরের দিনেই প্রধান শেয়ারবাজার ডিএসইতে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটিই সর্বনিম্ন লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (০৩ জুন) ডিএসইতে ২২৯ কোটি ০৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরআগে, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট ডিএসইতে সর্বনিম্ন ২০৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছিলো।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির, বিপরীতে ২৩৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


