পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক অর্থাৎ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। উক্ত লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে।
গত ৫ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে ১৭.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ, ২০২২ সালে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক, ২০২১ সালে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক ও ২০২০ সালে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


