January 15, 2026 - 2:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির ছাত্র প্রশান্ত হীরণ (১৪)। রবিবার (১ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাস্তান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং হীরণ বাবুর একমাত্র সন্তান।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রশান্ত তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ধানক্ষেতে ধান বহনের কাজে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে, যা সরাসরি প্রশান্তের শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, বজ্রপাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে।

প্রশান্তের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুত্রশোকে নির্বাক বাবা, আর শোকে পাগলপ্রায় মা বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। এলাকাবাসীর ভাষ্য, প্রশান্ত ছিল ভদ্র, শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র। সে ছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রিয়।

প্রশান্তের সহপাঠীরা কেউই বিশ্বাস করতে পারছে না যে, তাদের প্রাণপ্রিয় বন্ধু আর কোনোদিন স্কুলে ফিরবে না। বিদ্যালয়ে চলছে শোকাবহ পরিবেশ। শিক্ষকরা বলছেন, সে ছিল অত্যন্ত মনোযোগী, ভদ্র এবং নিয়মিত ছাত্র। তার হঠাৎ মৃত্যুতে সবাই শোকাহত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমরা এক সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

এ ঘটনায় তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই বজ্রপাতে খোলা মাঠে কৃষিকাজরত অনেক মানুষ প্রাণ হারান। বিশেষ করে ধান কাটা কিংবা বহনের সময় এই ঝুঁকি বেড়ে যায়। তারা প্রশাসনের প্রতি বজ্রপাত প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

প্রশান্তের মৃত্যু যেন শুধু একটি পরিবারের নয়, একটি গ্রামেরও অপূরণীয় ক্ষতি। সম্ভাবনায় ভরা একটি জীবনের এমন অকাল অবসান সবাইকে শোকাহত করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো...

এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না।...

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...