নিজস্ব প্রতিবেদক : ডলার–সংকটের এই সময়ে পণ্য রপ্তানি কমে গেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ৩৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬৪ শতাংশ কম।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই–অক্টোবর) সময়ে ১ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চার মাসের এই রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ বেশি।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বড় খাতের মধ্যে তৈরি পোশাক ছাড়া অন্য সব খাতের রপ্তানি কমে গেছে। এর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য; চামড়া ও চামড়াজাত পণ্য; পাট ও পাটজাত পণ্য; কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।
অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৪৭৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে ৫.৯৫ শতাংশ বেশি।