January 15, 2026 - 12:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমা-বাবার চেয়ে মাদক বড়!

মা-বাবার চেয়ে মাদক বড়!

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মাদকের সর্বনাশা ছোবলে তরুণ ও যুব সমাজ বিপর্যয়ের মুখে। মাদক সেবনকারীরা সহজেই ভুলে যাচ্ছে কে আপন কে পর। নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা করতেও তারা কুণ্ঠাবোধ করছে না। মা-বাবার চেয়ে তারা মাদককে বড় মনে করছেন। যশোরে গত কয়েকদিনে মাদকাসক্ত সন্তানের নেশার টাকা দিতে রাজি না হওয়ায় ঝরে গেছে তিনটি প্রাণ। এরমধ্যে সন্তানের মারধরের শিকার হয়ে দুইজন ও ধাওয়া খেয়ে একজন মারা যান। বিগত দিনে একসঙ্গে মা-বাবাকে গলা কেটে হত্যার মত মর্মান্তিক ঘটনাও ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ মে দুপুরে যশোর শহরের মণিহার সিনেমা হলের পাশের ফলপট্টির সামস মার্কেটের দ্বিতীয় তলা থেকে পুলিশ সুলতানা খালেদা সিদ্দিকী রুমির (৬২) মরদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার মৃত শাহাজাহান শেখের স্ত্রী। আগের দিন ২৩ মে রাতে মাদকাসক্ত ছেলে সামস তাকে পিটিয়ে হত্যা করে। রুমির লাশ উদ্ধার সময় পুলিশ সামসকে আটক করে। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলীর আদালতে মাকে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন পালিত ছেলে সামস। তিনি স্বীকারোক্তিতে বলেন তর্কতর্কির একপর্যায়ে মা তাকে একটি বাঁশের লাঠি দিয়ে মারতে আসেন। ওই লাঠি কেড়ে নিয়ে মায়ের মাথায় আঘাত করলে মারা যান। হত্যার ঘটনায় নিহত রুমির ভাইয়ের ছেলে জুবায়ের তানভীর সিদ্দিকী জয় কোতয়ালি থানায় শেখ সামসকে আসামি করে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, নিঃসন্তান খালেদা সিদ্দিকী রুমি ২২ বছর আগে সামসকে দত্তক নেন। সামস নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। তারপর লেখাপড়া করেনি। মাদকাসক্ত হয়ে পড়ে। টাকা পয়সা নিয়ে তার ফুফুর সাথে বিবাদ করতো । গত ২৩ মে রাতে সামস মাদক সেবনের টাকা দাবি করলে দিতে অস্বীকার করে ফুফু। এই নিয়ে মা-ছেলের মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে সামস তাকে পিটিয়ে হত্যা করে।

গত ১৯ মে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ায় নেশাখোর ছেলের ধাওয়া খেয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজী (৭৭) মারা যান। তিনি মোল্যাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার দিন দুপুরে নেশা করার জন্য বৃদ্ধ বাবা আব্দুর রহমান ফারাজীর কাছে ১শ’ টাকা দাবি করেন তার ছেলে মুন্না। বাবা টাকা দিতে পারবেন না জানালে তিনি ক্ষুব্ধ হন। মুন্না তার বাবাকে গালিগালাজ করার পর মারতে উদ্যত হলে দৌড় দেন। ছেলের ধাওয়ায় এলাকার জাহাঙ্গীর নামে একজনের বাড়ির সামনে গিয়ে আব্দুর রহমান ফারাজী অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদকসেবী মুন্নাকে হেফাজতে নিয়েছিলেন।

এর আগে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের ইখলাস মোল্যাকে (৫০) লাঠিপেটা করেন মাদকাসক্ত ছেলে তারেক। পরে গত ১ জানুয়ারি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইখলাস বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের মৃত ইজাজ মোল্যার ছেলে। মাদক সেবনের প্রতিবাদ করায় তারেক ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে তার বাবা ইখলাসের মাথায় আঘাত করেছিলেন।

এদিকে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মাদকসেবি সন্তানের হাতে এক দম্পতি খুন হয়েছিলেন। তারা হলেন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মহিরউদ্দিন (৬৬) ও তার স্ত্রী আয়না বেগম (৫৪)। নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে মিলন হোসেন মা-বাবাকে গলা কেটে হত্যা করে। এলাকাবাসী মিলনকে ধরে পুলিশে সোপর্দ করেন। মর্মান্তিক ঘটনাটি তখনকার সময় বেশ আলোচিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত মাদকদ্রব্যসহ ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক নির্মুল করা সম্ভব না। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ ও যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝানোর পাশাপাশি পারিবারিক শিক্ষা প্রয়োজন। তিনি আরও বলেন, মাদক মানুষকে হিংস্র করে তুলছে। ফলে সেবনকারীরা আপনজনকে খুন জখমসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হুসাইন শাফায়াত জানান, তরুণ ও যুবসমাজ মাদকের আক্রমণে ন্যায়-অন্যায় ভুলে যায়। মাদকে আসক্ত হওয়ার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এর পরিণামে সন্তানের হাতে বাবা-মায়ের খুন, ছিনতাই, চাঁদাবাজি এবং রাহাজানি যেন খুব সাধারণ ঘটনা। সমাজে নেমে আসে চরম অবক্ষয়। নিজেদের অজান্তে তারা অনেক বড় অপরাধে জড়িয়ে পড়ে। এক সময় তাদের মস্তিষ্ক বিকৃতি আশঙ্কা থাকে। মাদক থেকে মুক্তির জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি আরও বলেন, মাদকসেবীদের ঘৃণা না করে মনোচিকিৎসক, চিকিৎসা মনোবিজ্ঞানী কিংবা প্রশিক্ষিত কাউন্সিলরের সেশনে বসে অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস ও মাদককে না বলার দক্ষতা অর্জন করতে হবে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবুও মাদকের কারবার বন্ধ হচ্ছে না। মাদক সেবন করে তরুণ ও যুবসমাজ হিংস্র হয়ে উঠছে। নেশায় বুঁদ হয়ে তারা আপনজনকে হত্যা করছে। অভিভাবকদের সব সময় সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত। তারা কি করছে, কোথায় যাচ্ছে,বাসায় দেরি করে ফিরছে কেনো নিয়মিত জবাবদিহিতা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে এবং আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের...

‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি’

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের পাওনা ও ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে...