পুঁজিবাজার ডেস্ক: বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে ৩০২ কোটি ৮২ লাখ ৩ হাজার ২১০ টাকার রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১ হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১১০ টাকা। এক্ষেত্রে ১:১ অনুপাতে ২৭ লাখ ২৮ হাজার ১১১টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০২ কোটি ৮২ লাখ ৩ হাজার ২১০ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত অর্থে ন্যাশনাল ইকোনমিক জোনে তৃতীয় কারখানা স্থাপন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে বার্জার পেইন্টস।


