সিরাজগঞ্জ প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি বিশেষ অভিযানে সলংগা থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের নেতৃত্বে গত মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের সলংগা থানাধীন সিআরবি এলাকার সালাহউদ্দিন হাইওয়ে হোটেলের সামনে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন-১. মোছাঃ রাজিয়া বেগম (৬০), স্বামী মৃত সিরাজ সরদার, গ্রাম উত্তর গোপালপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট; ২. মোছাঃ নাসিমা বেগম (৬০), স্বামী মোঃ ইয়াছিন আলী, গ্রাম চাঁন্দুড়িয়া (নামুপাড়া), থানা তানোর, জেলা রাজশাহী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সিরাজগঞ্জের সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


