December 18, 2025 - 9:49 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ“ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের শুভ...

“ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের শুভ উদ্বোধন”

spot_img

কর্পোরেট ডেস্ক: প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সম্প্রতি “জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের পরিচালক মাহো নাকায়ামা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এবং ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মোহাম্মদ ইমরান ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জামাল জি আহমেদ; জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওসেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো এবং ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. এমাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, প্রিমিয়ার ব্যাংক এর ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের পরিচালক মাহো নাকায়ামা তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের এই যুগোপযোগী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এর সম্ভাবনাময় ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি এ প্রচেষ্টার সার্বিক সফলতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জনাব মোহাম্মদ ইমরান ইকবাল বলেন, “ভাষা কেন্দ্র স্থাপন কেবল শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক উজ্জ্বল মাইলফলক। এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল-এর শিক্ষা ও মানবিক দর্শনের আলোকে আমরা মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে আছি।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জনাব জামাল জি. আহমেদ তার বক্তব্যে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “এখানকার শিক্ষার্থীরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের সুফল দীর্ঘমেয়াদে পাবে বলে আমি বিশ্বাস করি।”

বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. এমাদুল ইসলাম বলেন, “জাপান বিশ্ব মানচিত্রে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের প্রচেষ্টা অত্যন্ত সময়োপযোগী এবং তা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক তার স্বাগত বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল তাঁর জন্মস্থান বাঁশগাড়ীতে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, তা দেশপ্রেমের এক অন্য উদাহরণ। এই বিশ্ববিদ্যালয়টি ২০২৪ সালের জুলাই মাসে একাডেমিক কার্যক্রম শুরু করে। এর পথচলা অল্প দিনের হলেও এটি দেশের প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, যারা প্রতিষ্ঠার শুরু থেকেই আউটকাম-বেইজড কারিকুলাম বাস্তবায়ন করেছে। শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে এবং তাদের বিশ্বমানের করে গড়ে তুলতে এই সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানের শুরুতেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সম্মানিত ডিন জনাব আশেক আল আজিজ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....