সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব।
সোমবার (২৬ মে) রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশবিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ চায় একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, দখলবাজমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
দায়িত্বশীল এই সমাবেশে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের জামায়াত টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নজরুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা আমির খ.ম. সাকলায়েন ও সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।


