পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৯ মে, ২০২৫ দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি‘২৫-মার্চ‘২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা ও ২০২২ সালে ছিল ৯৪ পয়সা।


