পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আজ। ব্যাংক দুটি হলো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রেকর্ড ডেটের কারণে তালিকাভুক্ত ব্যাংকদ্বয়ের লেনদেন বন্ধ থাকবে আজ।
এনসিসি ব্যাংক: লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ জুলাই বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে এনসিসি ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যা ২০২৩ সালে দিয়েছে নগদ ১২ শতাংশ, ২০২২ সালে নগদ ৫ শতাংশ, ২০২১ সালে নগদ ১২ শতাংশ ও ২০২০ সালে ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ব্যাংক এশিয়া: লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ জুন এজিএম আহ্বান করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে আজ।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ১০ শতাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে যা ২০২৩ সালে দিয়েছে নগদ ১৫ শতাংশ, ২০২২ সালে নগদ ১৫ শতাংশ, ২০২১ সালে নগদ ১৫ শতাংশ ও ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।


