পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ১ লক্ষ ৩০ হাজার ৭৫১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৩৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৮৭৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.০৯ পয়েন্ট কমে ৪৭৩৬.৩৪ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭৬ পয়েন্ট কমে ১৭৪৬.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৬৮ পয়েন্ট কমে ১০৩২.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিপিপিএল, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, বীচ হ্যাচারী, এসআলম কোল্ড রোল্ড, সোনারগাঁও টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি, বারাকা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন ও সী পার্ল বীচ।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিপিপিএল, বারাকা পাওয়ার, ইপিজিএল, এবি ব্যাংক ১ম মি. ফা., মোজাফফ্র হোসেন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, ড্রাগন সোয়েটার, শাহাজীবাবাজ পাওয়ার ও ইস্টার্ন লুব্রিকেন্টস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইএসএন লিঃ, বেঙ্গল উইন্ডসোর, ভিএফএস থ্রেড ডায়িং, এসকে ট্রিমস, এনটিসি, এপেক্স ট্যানারী, বিপিএমএল, শাইনপুকুর সিরামিকস, কেয়া কসমেটিকস ও তাক্কাফুল ইসলামী ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫০৫৯২২৬৯৪২১৩.০০।


