সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে টিন ও নেটজাল দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের শিশুসহ অন্তত ২৫ জন সদস্য বিগত আট দিন ধরে বাড়ির ভেতর অবরুদ্ধ অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।
অভিযোগসূত্রে জানা যায়, হাটিকুমরুল গ্রামের আজাদ আলী মাস্টারের সঙ্গে একই এলাকার তায়জুল ইসলাম মন্ডল গংয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের বসতবাড়ির মূল ফটকে টিনের বেড়া এবং সামনের ফাঁকা জায়গায় বুলডোজার (বেকু) দিয়ে মাটি খুঁড়ে নেটজাল দিয়ে ঘেরাও করে দেয়। ফলে আজাদ আলীর পরিবারের সদস্যরা গত ৮ দিন ধরে গৃহবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে বাড়ির শিশু, বৃদ্ধ ও ৭ জন শিক্ষার্থীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী আজাদ আলী মাস্টার জানান, “জমি সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জায়গার দখল আমাদের হাতেই ছিল। অথচ প্রতিপক্ষ বেআইনিভাবে আমাদের বসতবাড়ির সামনে টিন ও নেটজাল দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা সলঙ্গা থানায় ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
অপরপক্ষে অভিযুক্ত তায়জুল ইসলাম মন্ডল বলেন, “বাড়ির সামনের জায়গাটি আমাদের। মানবিক কারণে এতদিন তাদের যাতায়াতে বাধা দিইনি। তবে আমাদের জায়গা তারা ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই নিজের জমি ঘিরে দিয়েছি।”
এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মো. হাসনাত বলেন, “অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধ আইনি প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তি হওয়া উচিত ছিল। কিন্তু এই বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা যেমন অমানবিক, তেমনি আইন পরিপন্থীও। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ ধরনের পরিস্থিতির অবসান সম্ভব নয় বলেই তারা মনে করছেন।


