December 18, 2025 - 11:14 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৮ দিন ধরে অবরুদ্ধ পরিবার: উল্লাপাড়ায় জমি বিরোধে চরম ভোগান্তি

৮ দিন ধরে অবরুদ্ধ পরিবার: উল্লাপাড়ায় জমি বিরোধে চরম ভোগান্তি

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে টিন ও নেটজাল দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের শিশুসহ অন্তত ২৫ জন সদস্য বিগত আট দিন ধরে বাড়ির ভেতর অবরুদ্ধ অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।

অভিযোগসূত্রে জানা যায়, হাটিকুমরুল গ্রামের আজাদ আলী মাস্টারের সঙ্গে একই এলাকার তায়জুল ইসলাম মন্ডল গংয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের বসতবাড়ির মূল ফটকে টিনের বেড়া এবং সামনের ফাঁকা জায়গায় বুলডোজার (বেকু) দিয়ে মাটি খুঁড়ে নেটজাল দিয়ে ঘেরাও করে দেয়। ফলে আজাদ আলীর পরিবারের সদস্যরা গত ৮ দিন ধরে গৃহবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে বাড়ির শিশু, বৃদ্ধ ও ৭ জন শিক্ষার্থীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী আজাদ আলী মাস্টার জানান, “জমি সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জায়গার দখল আমাদের হাতেই ছিল। অথচ প্রতিপক্ষ বেআইনিভাবে আমাদের বসতবাড়ির সামনে টিন ও নেটজাল দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা সলঙ্গা থানায় ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

অপরপক্ষে অভিযুক্ত তায়জুল ইসলাম মন্ডল বলেন, “বাড়ির সামনের জায়গাটি আমাদের। মানবিক কারণে এতদিন তাদের যাতায়াতে বাধা দিইনি। তবে আমাদের জায়গা তারা ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই নিজের জমি ঘিরে দিয়েছি।”

এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মো. হাসনাত বলেন, “অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধ আইনি প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তি হওয়া উচিত ছিল। কিন্তু এই বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা যেমন অমানবিক, তেমনি আইন পরিপন্থীও। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ ধরনের পরিস্থিতির অবসান সম্ভব নয় বলেই তারা মনে করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....