পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার (২৫, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ১০০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ১৫ টাকা ৯০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বারাকা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯.৪৩।
এবং গতদিনের তুলনায় ৯.০৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এ্নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ৯৪ শতাংশ বেড়ে হয়েছে ৪২ টাকা ৮০ পয়সা, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ২৭ টাকা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিানং লিমিটেডের ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ৯ টাকা ৩০ পয়সা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ টাকা এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৪ দশমিক ৯৯ শতাংশ বেড়ে হয়েছে ২১৪০ টাকা।


