সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার ব্যবহারিক অংশে পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য ৪০০ টাকা ও কৃষি বিষয়ের জন্য ১৫০ টাকা করে মোট ৮৩৯ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদার এবং গণিত শিক্ষক সাইদুর রহমান সরাসরি এই অর্থ আদায়ে ভূমিকা রাখেন। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পরীক্ষাকালীন সময়ে শিক্ষক সাইদুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে বিজ্ঞান ও কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় মোট ৮৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তার বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও একইভাবে অর্থ প্রদান করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিত ফি আদায় করা হয়, ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা করে টাকা নেওয়ার কোনও নিয়ম নেই।”
এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদার বলেন, “একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কিছু টাকা নিয়েছেন বলে জানতে পেরে আমি তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি।”
এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, “আমার মেয়ের কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। জানতে চাইলে শিক্ষক বলেন, টাকা না দিলে পূর্ণ নম্বর পাবে না। ফলাফলের চিন্তায় বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।”
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন বলেন, “এসএসসি ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা আদায়ের কোনও নিয়ম নেই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরতের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


