বিশেষ প্রতিবেদক : কোম্পানি আইন এবং আরজেএসসির (যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর) সাথে সম্মতি সংক্রান্ত বার্ষিক রিটার্ন এবং অন্যান্য প্রয়োজনীয়তা সম্পর্কেCORPORATE PROFESSIONALS’ DEVELOPMENT INITIATIVE (CPDI) শীর্ষক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করতে যাচ্ছে জেসমিস এন্ড এ্যাসোসিয়েটস।
আগামী শনিবার (৩১ মে) রাজধানীর বিজয় নগরে হোটেল ওরনেটে সেমিনারটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
উক্ত সেমিনারে হোস্ট হিসেবে উপস্থিত থাকবেন- জেসমিন আক্তার, এফসিএস (ম্যানেজিং পার্টনার জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারিজ)।
এতে স্পিকার অ্যান্ড ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত থাকবেন- মো: মিজানুর রহমান, এফসিএস (সিনিয়র এ্যাসোসিয়েট অ্যান্ড পার্টনার জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটস, চার্টার্ড সেক্রেটারিজ।
সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন- নন্দ গোপাল চক্রবর্তী, এফসিএ, এফসিএস (পার্টনার সাধন দাশ অ্যান্ড কোং, চার্টার্ড এ্যাকাউনট্যান্টস)।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন- মি. হারুন অর রশিদ (ডেপুটি রেজিস্টার, আরজেএসসি কাওরানবাজার, ঢাকা) উক্ত সেমিনারে বিভিন্ন কোম্পানিসহ বিভিন্ন সেক্টরের কর্পোরেট ডেলিগেটগণ অংশগ্রহণ করবেন।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারীদের প্রতি নিবন্ধন ফি ধরা হয়েছে– জন প্রতি ৫,০০০ টাকা (ভ্যাট ১৫% = ৭৫০)।
কেন আপনি এই রিটার্ন ফাইলিংয়ের ওয়ার্কশপটি করবেন?
১. আপনি কি গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট/ সিএ, সিএমএ, সিএস প্রফেশনের স্টুডেন্ট, RJSC তে অ্যানুয়াল রিটার্নিং ফাইল নিয়ে চিন্তিত, আপনার রিপোর্টিং বসের কাছে প্রতিনিয়ত বকা খাচ্ছেন, জানতে চান, শিখতে চান অ্যানুয়াল রিটার্ন ফাইলিংয়ের এ টু জেড তাহলে এই ট্রেনিং ও ওয়ার্কশপটি আপনার জন্য একটি সেরা সুযোগ।
২. আপনি কি গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট বেকার তাহলে RJSC তে রিটার্ন ফাইলিং এর এই ট্রেনিং ও ওয়ার্কশপটি হতে পারে একটি সেরা বিনিয়োগ, যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, নিজের একটি পরিচয় দ্বার করাতে পারবেন, আর বলতে পারবেন আমিও RJSC তে রিটার্ন ফাইলের এ টু জেড জানি।
৩. আপনি কি শেয়ার ডিপার্টমেন্টের ম্যানেজার/এক্সিকিউটিভ অথবা অ্যাকাউন্টস ম্যানেজার বা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ? সবসময় জিম্মি রয়েছেন অ্যানুয়াল রিটার্ন ফাইলিং নিয়ে কাজ করা মিডিয়া ও নন প্রফেশনাল কারো কাছে? নিজে কিছু না জানার কারণে ধরা খেয়ে আছেন তাদের কাছে এবং প্রতিনিয়ত বকা খাচ্ছেন রিপোর্টিং বসের কাছে তাহলে এই ট্রেনিং ও ওয়ার্কশপটি হতে পারে আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটি।
৪. আপনি কি একজন সিএস/সিএফও/ডিরেক্টর ও এন্টারপ্রিওনার, প্রতিনিয়ত ধরা খাচ্ছেন RJSC তে কাজ করা মিডিয়াম্যান ও অন্যান্য নন প্রফেশনাল নাম সর্বস্ব কোনো কনসালটেন্সি ফার্মের কাছে, তাহলে এই ট্রেনিং ও ওয়ার্কশপটি অবশ্যই আপনার জন্য একটি গাইডলাইন হবে। আপনি আর কোনো কাজে আটকাবেন না, হয়ে উঠবেন RJSC তে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর জন্য দক্ষ ও অভিজ্ঞ মেন্টর, তখন আপনি শেখাবেন অন্যদেরকে।
• এখানে আপনি শিখবেন কখন অপনার কোম্পানির এজিএম করবেন তার এ টু জেড।
• আপনি শিখবেন এজিএম এর পরে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর জন্য কোন কোন বিষয়ে আপনার প্রস্তুতি নিতে হবে কতদিনের মধ্যে এ্যনুয়াল রিটার্ন ফাইলিং করতে হবে।
• এখানে আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে অ্যানুয়াল রিটার্ন প্রস্তুত করতে হয় অ্যানুয়াল রিটার্নের সাথে আরও কি কি বিষয় সম্পৃক্ত।
• এখানে আপনি জানতে ও শিখতে পারবেন কেন আপনার অ্যানুয়াল রিটার্ন মাসের পর মাস RJSC তে আটকে থাকে এবং শিখতে পারবেন কিভাবে ৩০ দিনের মধ্যে রিটার্ন রেকর্ড করে সার্টিফাইড কপি নেওয়া যায়।
• আপনি শিখতে পারবেন কিভাবে এক টাকাও লেট ফি না দিয়ে অ্যানুয়াল রিটার্ন অনলাইনে সাবমিট করা যায়। আপনি আরো শিখতে পারবেন আপনার সাবমিট করা রিটার্নটি কখন কোথায় কার কাছে আছে এবং সে ব্যাপারে আপনার করণীয় কি অর্থাৎ একটি কোম্পানির এজিএম এরপরে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং রেকর্ডিং ও সার্টিফাইড কপি সহজে কিভাবে পাবেন সে বিষয়ে এ টু জেড জানার জন্য একটি মাস্টার ক্লাস।
• ওয়ার্কশপে আপনি পেয়ে যাবেন এ্যনুয়াল রিটার্ন ফাইলিং এর সকল ডকুমেন্টস এর হার্ডকপি এবং ইভেন্টের পরে পাবেন সফ্ট কপি ও ওয়ার্কশপের ভিডিও রেকর্ডিং।
• এছাড়াও রিটার্নিং ফাইল সম্পর্কে যে কোন বিষয়ে সার্বক্ষণিক গাইডলাইনের জন্য ওভার দ্য টেলিফোন এবং ফিজিক্যাল মিটিং করার সুযোগ ও থাকছে।
• ওয়ার্কশপ শেষে পাবেন সার্টিফিকেট, রয়েছে পরবর্তী অন্যান্য ট্রেনিংও ওয়ার্কশপে ডিসকাউন্টের সুযোগ।
সর্বোপরি এ্যানুয়াল রিটার্নের এই মাস্টার কোর্সটি করে আপনি নিজেও হয়ে যান মাস্টার।



