ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী ও মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) সকালে ভালুকা উপজেলার হাজিরবাজার ও সিডস্টোর এলাকায় ওই ঘটনাগুলো ঘটে।
নিহত দু’জন হলেন- মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) ও ভালুকা উপজেলার বর্তা গ্রামের সবুজ মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওদিন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আইচার ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার যাত্রী মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের মো. সামছুল হকের ছেলে মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানান,ঘটনাস্থলে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দ্রুতগামীর মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গোলাম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে ভালুকার সিডস্টোর এলাকার অরিওন কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সবুজ মিয়া (৪৫) নামের এক পথচারী। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া ভালুকা উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবুল কালাম এ সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


