সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিতের প্রায় তিন মাস পর পুনরায় পদ ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতা—ডা. এম এ মুহিত ও গোলাম সরোয়ার।
রবিবার (১৮ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ডা. এম এ মুহিত ও গোলাম সরোয়ারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছিল। তবে অভিযুক্ত নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।”
স্থগিতাদেশ প্রত্যাহার পাওয়া দুই নেতা হলেন—জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিত এবং একই কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার।
এ খবরে সোমবার সকালে শাহজাদপুর উপজেলা সদরে আনন্দ মিছিল বের করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের এই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দলের সব পদ স্থগিত করেছিল কেন্দ্রীয় বিএনপি।


