নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসার ১ম শ্রেণির নয় বছরের শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযুক্ত অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিমখানার মালিকও তিনি নিজেই।
সোমবার (১৯ মে) দুপুরে সিংগাইরে থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৮ মে) দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৩ মে) মাদ্রাসার ওই ছাত্রীকে দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় মাদ্রাসায় অনেক মানুষ ভীড় জমায় এবং অধ্যক্ষের দৃষ্টান্তমুলক শাস্তিও দাবী করেন তারা।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে কোর্টে প্রেরণ করাসহ ধর্ষণের শিকার শিশুর শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


