December 15, 2025 - 5:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা!

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা!

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি গঠনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক তালুকদারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ২১ সদস্যের অনুমোদিত কমিটির মধ্যে ১৮ জনই আওয়ামী লীগ ঘরানার।

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্যাডে এই কমিটির অনুমোদন দেন জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। কমিটিতে এনামুল হক তালুকদারকে সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল গফুর সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এ ছাড়া সাবেক বন কর্মকর্তা আলী কবির হায়দারসহ অধিকাংশ সদস্যই আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র বলছে, গত ১৬ বছর ধরে এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সুবিধা ভোগ করেছেন। অনেকেই জানতেনও না যে, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভদ্রঘাট ইউনিয়নের ঝাটিবেলাই গ্রামের এনামুল হক তালুকদার দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ সহসভাপতির পদে রয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এনামুল হকের ছোট ভাই এমদাদুল হক রঞ্জুকে করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের অর্থ সম্পাদক; তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার নিজেও স্বীকার করেছেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানান, সভাপতি বর্তমানে পঞ্চগড়ে ঠিকাদারি কাজে রয়েছেন। ফিরে আসার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে কমিটির সহসভাপতি আলী কবির হায়দার বলেন, “আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। তবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক আমার লেখা একাধিক বই রয়েছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের স্বার্থকেই প্রাধান্য দিই।”

তবে কমিটির বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেছেন, তাদের না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ কেউ লিখিতভাবে তাদের নাম প্রত্যাহারের অনুরোধও জানিয়েছেন।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান বলেন, “এই কমিটিতে মাত্র তিনজন বিএনপি সমর্থক রয়েছেন, বাকিরা আওয়ামী লীগ ঘরানার। আমরা জেলা আহ্বায়কের কাছে অভিযোগ দিয়েছি। তিনি প্রথমে কিছু জানেন না বললেও পরে কোনো পদক্ষেপ নেননি। আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর করেছি।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের নেতাদের দিয়েই যদি মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠিত হয়, তাহলে বিএনপির আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার মূল্য কোথায়?”

কমিটির বিতর্কিত গঠনতন্ত্র নিয়ে প্রশ্নের মুখে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল বলেন, “কমিটি অনুমোদনের পরই জানতে পারি, এর অধিকাংশ সদস্য আওয়ামী লীগের সঙ্গে জড়িত। অনুমোদিত কমিটি সহজে বাতিল করা সম্ভব নয়। তবে আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে...

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে...

এনার্জিপ্যাক পাওয়ারের ৩০তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত...

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা...

নিউইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ

ইমা এলিস, নিউ ইয়র্ক: শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ...