January 13, 2026 - 2:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা!

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা!

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি গঠনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক তালুকদারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ২১ সদস্যের অনুমোদিত কমিটির মধ্যে ১৮ জনই আওয়ামী লীগ ঘরানার।

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্যাডে এই কমিটির অনুমোদন দেন জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল। কমিটিতে এনামুল হক তালুকদারকে সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল গফুর সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এ ছাড়া সাবেক বন কর্মকর্তা আলী কবির হায়দারসহ অধিকাংশ সদস্যই আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র বলছে, গত ১৬ বছর ধরে এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সুবিধা ভোগ করেছেন। অনেকেই জানতেনও না যে, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভদ্রঘাট ইউনিয়নের ঝাটিবেলাই গ্রামের এনামুল হক তালুকদার দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ সহসভাপতির পদে রয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এনামুল হকের ছোট ভাই এমদাদুল হক রঞ্জুকে করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের অর্থ সম্পাদক; তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার নিজেও স্বীকার করেছেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানান, সভাপতি বর্তমানে পঞ্চগড়ে ঠিকাদারি কাজে রয়েছেন। ফিরে আসার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে কমিটির সহসভাপতি আলী কবির হায়দার বলেন, “আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। তবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক আমার লেখা একাধিক বই রয়েছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের স্বার্থকেই প্রাধান্য দিই।”

তবে কমিটির বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেছেন, তাদের না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ কেউ লিখিতভাবে তাদের নাম প্রত্যাহারের অনুরোধও জানিয়েছেন।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান বলেন, “এই কমিটিতে মাত্র তিনজন বিএনপি সমর্থক রয়েছেন, বাকিরা আওয়ামী লীগ ঘরানার। আমরা জেলা আহ্বায়কের কাছে অভিযোগ দিয়েছি। তিনি প্রথমে কিছু জানেন না বললেও পরে কোনো পদক্ষেপ নেননি। আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর করেছি।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের নেতাদের দিয়েই যদি মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠিত হয়, তাহলে বিএনপির আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার মূল্য কোথায়?”

কমিটির বিতর্কিত গঠনতন্ত্র নিয়ে প্রশ্নের মুখে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল বলেন, “কমিটি অনুমোদনের পরই জানতে পারি, এর অধিকাংশ সদস্য আওয়ামী লীগের সঙ্গে জড়িত। অনুমোদিত কমিটি সহজে বাতিল করা সম্ভব নয়। তবে আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে তিন দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার...

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম...

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবী সংগঠন বা অন্য কোন...

আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় সংসদ নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।...

ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। মেলায় সদর...

‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেল নেক্সট বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে নেক্সট বাংলাদেশ, এবং এর গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও নেক্সট মালয়েশিয়া। কর্মস্থলে...