সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীর তীরে দুই সপ্তাহ ধরে ভেড়ানো রয়েছে একটি পরিত্যক্ত তিনতলা ট্যাগবোট ‘এম. টি আনোয়ারা নাসির-২’। এরই মধ্যে দুর্বৃত্তরা জাহাজটির ইঞ্জিনসহ বেশ কিছু অংশ কেটে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত ২ মে প্রথমবার জাহাজটি দেখা যায়। এরপর ১০-১৫ জনের একটি দল লোহা কাটার যন্ত্র নিয়ে এসে ইঞ্জিনসহ উপরের অংশ কেটে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এটি চুরি করে এনে ধাতব অংশ বিক্রির উদ্দেশ্যে নদীতীরে ফেলে রাখা হয়েছে।
এনায়েতপুর স্পার বাঁধ প্রকল্পের নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক জানান, প্রথমে জাহাজটিকে সরকারি মনে করলেও পরে কাটা অংশ দেখে সন্দেহ হয়। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়।
এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহারা বসিয়েছে। এখনো পর্যন্ত মালিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ একজন নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ওসি গাজী মিজানুর রহমান বলেন, চট্টগ্রামের এক ব্যক্তি নিজেকে মালিক দাবি করে জানিয়েছেন, এটি যমুনা রেলসেতু প্রকল্পে ভাড়া দেওয়া হয়েছিল, সেখান থেকেই হারিয়ে যায়। তিনি এখনো ঘটনাস্থলে আসেননি। যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


