পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২৯২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে এনআরবি ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৬ দশমিক ৭৭ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ১২ টাকা ৪০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৬ দশমিক ১৯ শতাংশ বা ৬০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংশাদেশ ওয়েল্ডিং ইলোকট্রোডস লিমিটেড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ারদর ৫০ পয়সা কমে হয়েছে ৭ টাকা ৯০ পয়সা, সোনারগাঁও টেক্সটাইলসের ১ টাকা ৭০ পয়সা কমে হয়েছে ২৭ টাকা ৮০ পয়সা, শাইনপুকুর সিরামিক্সের ১ টাকা ১০ পয়সা কমে হয়েছে ১৮ টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১ টাকা কমে হয়েছে ১৬ টাকা ৫০ পয়সা, অলটেক্স ইন্ডাস্ট্রিজর ৬০ পয়সা কমে হয়েছে ১০ টাকা ১০ পয়সা, রিজেন্ট টেক্সটাইলসের ২০ পয়সা কমে হয়েছে ৩ টাকা ৪০ পয়সা এবং গোল্ডেন হার্ভেস্টের ৬০ পয়সা কমে হয়েছে ১০ টাকা ৩০ পয়সা।


