পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৫ কোটি ৮৭ লক্ষ ১৪ হাজার ২১৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৯৪ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৬২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৮.৯৮ পয়েন্ট কমে ৪৮৩৫.৬০ ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬১ পয়েন্ট কমে ১৭৯১.১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৫ পয়েন্ট কমে ১০৫৩.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ হ্যাচারী, এনআরবি ব্যাংক, মাগুরা মাল্টিপ্ল্যাক্স, ব্র্যাক ব্যাংক, বিপিপিএল, এবি ব্যাংক ১ম মি. ফা., সিটি ব্যাংক, ফাইন ফুডস, ওয়াই ম্যাক্স ইলেক্ট্রোড ও বিএসসি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিটি জেনারেল ইন্সুঃ, এফবিএফআইএফ, মাগুরা মাল্টিপ্ল্যাক্স, ওয়াই ম্যাক্স ইলেক্ট্রোড, বিপিপিএল, ফাইন ফুডস, ইস্টার্ন ইন্সুঃ, মনোস্পুল পেপার, বারাকা পাওয়ার ও রহিম টেক্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এনআরবি ব্যাংক, তিতাস গ্যাস, বিডি ওয়েল্ডিং, এনআরবিসি ব্যংক, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, কেপিপিএল, অলটেক্স ইন্ডাঃ, রিজেন টেক্স ও গোল্ডেন হারভেস্ট।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫৩৩০১৪৪২৪৬৪৮.০০।


