January 15, 2026 - 11:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসেন্টমার্টিনের বিকল্প হতে পারে সোনাদিয়া!

সেন্টমার্টিনের বিকল্প হতে পারে সোনাদিয়া!

spot_img

শাহিনুল ইসলাম শিবলী।।

বিভিন্ন কারণে চাইলেও যখন তখন পর্যটক যেতে পারে না সেন্টমার্টিনে। বিশেষ করে বৈরী আবহাওয়ার সময় সেন্টমার্টিন যাওয়া পুরোপুরি বন্ধ থাকে। অধিকাংশ পর্যটক দীর্ঘ সমুদ্রপথ আর বিশাল ঢেউয়ের সাথে অভ্যস্তও নয়। সেই তুলনায় কক্সবাজার সমুদ্র সৈকতের কাছেই লাল কাঁকড়ার দ্বীপ খ্যাত সোনাদিয়া ঘুরে আসা অনেক সহজ ও কম ঝুঁকিপূর্ণ।

মহেশখালী উপজেলার বিছিন্ন দ্বীপ সোনাদিয়ায় এখনও ইট-পাথরের স্থাপনা গড়ে উঠেনি। বলা যায় সেখানকার প্রকৃতি এখনও প্রাকৃতিক ও নির্জন রয়েছে। এই দ্বীপে পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া নামে দুইটি গ্রাম আছে। ঐ দুটি গ্রামের নির্দিষ্ট কিছু এলাকা পর্যটকদের জন্য রাখা যেতে পারে, বাকি বিস্তীর্ণ এলাকা সামুদ্রিক প্রাণি ও পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সংরক্ষণ করা যায়।

সোনাদিয়া দ্বীপকে ঘিরে বিশাল একটি সমুদ্রসৈকত আছে। ফলে কক্সবাজারের মতো সেটিও পর্যটকদের আকর্ষণে পরিণত হবে বলে আশা করা যায়। কিছু সুবিধা বাড়ালে সোনাদিয়া হতে পারে পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান।

১. দীর্ঘকাল আগে থেকে সোনাদিয়ায় মানুষের বসবাস আছে। যা এই দ্বীপের নামকরণের ইতিহাস থেকে জানা যায়।

২. সোনাদিয়ায় শুটকি প্রসেজ করতে সেখানে প্রতিদিন বিভিন্ন লেভেলের মানুষের যাতায়াত আছে।

৩. সরকার এই দ্বীপ বেজাকে দিয়েছিল আধুনিকায়ন করতে, ফলে পর্যটন স্পষ্ট হলে দেশের মানুষের ভ্রমণ আগ্রহ পুষিয়ে নিতে পারবে। যতদিন বেজা আসবেনা ততদিন সাধারণ মানুষ সোনাদিয়ার প্রকৃতির সাথে থাকতে পারবে।

৪. কক্সবাজার সমুদ্র সৈকতের পরিধি দিন দিন প্রসারিত হচ্ছে ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত। আর দিন শেষে সমুদ্রের কিনারায় পর্যটকদের যাতায়াত থাকলেও পরিবেশ খারাপ দিকগুলো রিসাইকেল হয়। সোনাদিয়ার বেলায়ও তাই, স্থায়ী দূষণ থাকবে না।

৫. কক্সবাজারের কাছাকাছি হওয়ায় মহেশখালী ও সোনাদিয়া ট্যুর প্লান নিয়ে মহেশখালী আসবে, এতে মহেশখালী সম্পর্কে মানুষ পূর্ণ ধারণা লাভ করবে।

৬. জনগুরুত্বপূর্ণ পর্যটন স্থানে পরিনত হলে সোনাদিয়া বৈদেশিক লোলুপ দৃষ্টির হাত থেকে বেঁচে যাবে।

৭. সোনাদিয়ার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এখানে ইকো-ট্যুরিজমের ব্যবস্থা করা যেতে পারে। পরিবেশবান্ধব ক্যাম্পিং, সাইক্লিং ট্রেইল, বোট রাইড ও গাইডেড নেচার ওয়াক চালু করা গেলে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

৮. জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটকদের জন্য শিক্ষামূলক অভিজ্ঞতাসহ সোনাদিয়া দ্বীপে কচ্ছপের প্রজনন কেন্দ্র, প্যারাবন ও সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্য রয়েছে। এগুলো পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে পারে। বিভিন্ন প্রাকৃতিক সংরক্ষণ কেন্দ্র তৈরি করে শিক্ষামূলক ট্যুর আয়োজন করা যেতে পারে।

৯. পর্যটকদের জন্য পরিবেশবান্ধব রিসোর্ট, গ্ল্যাম্পিং ও টেন্ট ক্যাম্পিং তৈরি করা যেতে পারে, যা সোনাদিয়ার সৌন্দর্য উপভোগের সুযোগ দেবে।

১০.কক্সবাজার থেকে সোনাদিয়ায় যাতায়াত আরও সহজ করতে নিয়মিত নৌসেবা ও স্পিডবোট সার্ভিস চালু করা যেতে পারে। অবশ্যই মহেশখালী ও সোনাদিয়াকে পর্যটনের আওতায় আনতে গাইডেড ট্যুর ও স্থানীয় নৌপথের উন্নয়ন করা দরকার।

১১. স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে। শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র, জেলে গ্রাম ভিজিট এবং স্থানীয় খাবারের স্টল পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।

১২. কায়াকিং, স্কুবা ডাইভিং, স্নরকেলিং, প্যারাসেইলিং, বিচ ট্রেকিং ইত্যাদি চালু করা গেলে সোনাদিয়া তরুণ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

১৩. পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফগার্ড, পর্যটক সহায়তা কেন্দ্র ও তথ্য কেন্দ্র চালু করা গেলে সোনাদিয়ার পর্যটন অভিজ্ঞতা আরও উন্নত হবে।

১৪. পর্যটক বাড়লে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে।

হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্য বিক্রির সুযোগ তৈরি হলে স্থানীয় অর্থনীতিও চাঙা হবে। পরিকল্পিত উন্নয়ন করলে সোনাদিয়া শুধু সেন্টমার্টিনের বিকল্প নয়, বরং দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...