পুঁজিবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। যে কারনে দীর্ঘ এ ছুটি সমন্বয় করতে লেনদেন চালু থাকবে ঈদের আগের দুই শনিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দীর্ঘ এ ছুটির সময়সূচি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন পুঁজিবাজার খোলা থাকবে।
একটানা ১০ দিন বন্ধের পর ১৫ জুন থেকে আগের সময়সূচি অনুযায়ী পুঁজিবাজার লেনদেন চালু হবে।


