January 16, 2026 - 2:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইপিডিসি জয়ীর উদ্যোগে চালু হল প্রথম ডে কেয়ার সুবিধা

আইপিডিসি জয়ীর উদ্যোগে চালু হল প্রথম ডে কেয়ার সুবিধা

spot_img

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর উদ্যোগ ‘আইপিডিসি জয়ী’ অংশ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলা ২০২৫’-এ। রাজধানীর রমনায় অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮ থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের উদ্যোগ প্রদর্শিত হচ্ছে এবং ‘এসএমই নারী উদ্যোক্তা সম্মাননা ২০২৪’-এর মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে, আইপিডিসি জয়ী মেলায় প্রথমবারের মতো একটি অস্থায়ী ডে কেয়ার সেন্টার চালু করতে যাচ্ছে। এই উদ্যোগটি বাস্তবায়নে আইপিডিসি জয়ী পাশে পাচ্ছে শিশু বিকাশ ও যত্নে বিশ্বস্ত অংশীদার এবং গ্রাহক ‘রেইনবো ভ্যালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-প্রতিষ্ঠানটিকে।

মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা, কর্মকর্তা ও দর্শনার্থীরা যেন সন্তানসহ নিশ্চিন্তে মেলা পরিদর্শন করতে পারেন, সেজন্য আইপিডিসি জয়ীর ডে কেয়ার সেন্টারে থাকছে চারটি বিশেষায়িত অঞ্চল- ‘আপন ভুবন’ নিরাপদ খেলার জন্য, ‘জ্ঞানের ভুবন’ গল্পের বইয়ে ভরা একটি পড়ার কোণা, ‘স্বপ্নের ভুবন’ ঘুম ও বিশ্রামের জন্য শান্ত পরিবেশ এবং ‘নিরাপদ ভুবন’ মাতৃদুগ্ধ পান ও ডায়াপার পরিবর্তনের জন্য ব্যক্তিগত স্থান। এছাড়াও থাকছে প্রশিক্ষিত কেয়ারগিভার, জরুরি চিকিৎসা সহায়তার জন্য ডাক্তার ও নার্স এবং শিশু বিকাশে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সেবা।

এই উদ্যোগে আইপিডিসি জয়ীর সঙ্গে অংশীদার হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। তাদের স্থপতিদের পরিকল্পনায় তৈরি হয়েছে একটি উন্মুক্ত খেলাধুলার স্থান ‘বাহিরের ভুবন’, যেখানে শিশুরা খোলা বাতাসে আনন্দে সময় কাটাতে পারবে। এছাড়াও, ব্র্যাক আইইডি মেলায় তথ্য বুথে থাকবে, যেখানে আগ্রহী নারী উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ডে কেয়ার সার্ভিস এবং শিশু বিকাশ সংক্রান্ত কোর্স ও প্রশিক্ষণ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হবে। ডে কেয়ারে শিশুদের সুস্থতার কথা মাথায় রেখে ব্র্যাক হেলথকেয়ার একজন চিকিৎসক ও একজন নার্সের মাধ্যমে মেলা প্রাঙ্গণেই চিকিৎসাসেবা প্রদান করছে।

সবার জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করতে, আইপিডিসি জয়ী মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা, অন্যান্য অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য চালু করেছে বিশেষ ডে কেয়ার সেবা ‘উচ্ছ্বাস প্যাকেজ’। এই প্যাকেজের মাধ্যমে তারা পাবেন এক্সক্লুসিভ সুবিধা, যা শিশুদের জন্য নির্ভরযোগ্য ও যত্নবান পরিবেশ নিশ্চিত করবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ-এর পরিচালক নওশাদ মোস্তফা বলেন, “আইপিডিসি ফাইন্যান্স-এর এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। মেলায় একটি ডেডিকেটেড ডে কেয়ার সেন্টার চালু করা নিঃসন্দেহে নারী উদ্যোক্তা, বিশেষ করে যারা মা, তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ।”

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন নারীরা ব্যবসা, ইভেন্ট বা দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রেই সম্পূর্ণভাবে অংশ নিতে পারেন। এই ডে কেয়ার সেন্টার আমাদের সেই ভবিষ্যতের প্রতিচ্ছবি, যেখানে আমরা কর্মজীবী মায়েদের পাশে দাঁড়াতে চাই কার্যকর উদ্ভাবনের মাধ্যমে।”

রেইনবো ভ্যালির প্রতিষ্ঠাতা, প্রধান ও শিশু বিকাশ বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম বলেন, “আইপিডিসি জয়ীর এই সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। এটা ছিলো আমাদের জন্য দারুণ এক সুযোগ। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে সহযোগিতা করছি যেখানে মায়েরা নিশ্চিন্তে তাঁদের কাজ ও উদ্যোগে মন দিতে পারবেন, কারণ তাদের সন্তানরা এখানে একটি থাকবে নিরাপদ পরিবেশ পাচ্ছে।”

এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি জয়ী তার ব্র্যান্ডের মূল ধারণা, যেমন- ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি এবং সামাজিক-অর্থনৈতিক রূপান্তরের প্রচার অব্যাহত রাখছে। ৮ থেকে ১১ মে পর্যন্ত বাংলা একাডেমিতে অনুষ্ঠিত মেলায় উপস্থিত হতে আইপিডিসি জয়ী সকলকে আমন্ত্রণ জানাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...