ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৭ মে) ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াকুন্ডু গ্রামের মোছাঃ রোকেয়া খাতুন (৫৫) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলা কাঠি গ্রামের খাদিজা আক্তার সাথী (২৫)।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বলেন, ‘ওই দুই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তারা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ময়মনসিংহে আসছে। এমন খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার গাঁজাগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’


