কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ফকীহ্ সদস্য ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফকীহ্ সদস্যবৃন্দ ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মুফতী আব্দুল্লাহ মাসুম, ও মুফতী সাজ্জাদুর রহমান। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সজীব কুমার সাহা এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাহ্ আলম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের শরীয়াহ্ পরিপালন, কাঠামোগত উন্নয়ন এবং গ্রাহক সেবা আরও উন্নত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। মেঘনা ব্যাংক পিএলসি শরীয়াহ্ অনুবর্তিতায় সর্বোচ্চ মান বজায় রেখে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।


