December 15, 2025 - 8:43 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিংগাইরে ওষুধ কোম্পানি প্রতিনিধির হাত কেটে নেয়ার হুমকি ফার্মেসী মালিকের বিরুদ্ধে

সিংগাইরে ওষুধ কোম্পানি প্রতিনিধির হাত কেটে নেয়ার হুমকি ফার্মেসী মালিকের বিরুদ্ধে

spot_img

নিজস্ব প্রতিনিধি : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মানিকগঞ্জের সিংগাইর প্রতিনিধি আখতার উজ্জামানকে তার হাত কেটে নেয়ার হুমকি দিয়েছে এক ফার্মেসী মালিক। হুমকিদাতা পৌর বাজারের মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী ও উপজেলার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের ভবেশ সরকারের ছেলে আশীষ সরকার। সরবরাহকৃত ওষুধের বিল চাইতে গেলে টাকা আটকিয়ে ওই কোম্পানির প্রতিনিধির কাছে উপহার সামগ্রী দাবী করে আশীষ। না পেয়ে হাত কেটে নেয়ার হুমকি দিলে ভুক্তভোগী নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

সরেজমিন মঙ্গলবার (৬ মে) ওষুধ কোম্পানির প্রতিনিধি,আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ও জিডি থেকে জানা গেছে, আশীষ সরকার সোমবার সকালে বেক্সিমকো ফার্মার ৪৫ হাজার টাকার ওষুধ অর্ডার দেয়। পলিসি অনুযায়ী কোম্পানি প্রতিনিধি রাতে সরবরাহকৃত ওষুধের বিল আনতে যায়। এ সময় ফার্মেসী মালিক আশীষ সরকার টাকা আটকিয়ে উপহার সামগ্রী চেয়ে প্রেসার দেয়। এতে ওই এমপিও অপারগতা প্রকাশ করলে তাকে ও তার সহকর্মী আশরাফ মো. মাহিরকে অকথ্য ভাষায় গালমন্দ, হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে আশপাশের লোকজন ও জনৈক বিএনপি নেতার হস্তক্ষেপে তৎক্ষনাৎ টাকা আদায় হলেও তার অব্যাহত হুমকি-ধমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে ভুক্তভোগী থানায় জিডি করেন। ইতিপূর্বে একাধিক ওষুধ কোম্পানি প্রতিনিধিও আশীষের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। এতে থানায় অভিযোগের পর পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া, বিভিন্ন গণমাধ্যমে স্বচিত্র সংবাদ হলেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকান্ড। এমন ঘটনায় সিংগাইরে কর্মরত শতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধির মাঝে আশীষ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিনিয়ত আশীষের হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

পার্শ্ববর্তী জামাল মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন,গত ৯ এপ্রিল আশীষ মদ্যপ অবস্থায় নিজের ফার্মেসীতে নাচানাচির ঘটনা নিষেধ করলে আমাকে মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে আমার ফার্মেসীতে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ দায়ের করলে বাজার কমিটির মধ্যস্থতায় সুরাহা হয়। পুনরায় নেশা করে মানুষের সাথে অসদাচরণ করায় আশপাশের ব্যবসায়ীরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তার উপযুক্ত বিচার দাবী করছি।

অভিযুক্ত মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী আশীষ কুমার সরকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানির উপহার সামগ্রী নিয়ে ওই প্রতিনিধি’র সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিপা ফার্মার ম্যানেজার তারেক মাহমুদ বলেন, আশীষ বিভিন্ন কোম্পানির ওষুধ অর্ডার দিয়ে প্রথমে বিলের টাকা আটকিয়ে প্রতিনিধিদের জিম্মি করে। কখনো টাকার একটা অংশ হাতে কেটে রেখে অযৌক্তিক দাবী উত্থাপন করে বাগ্বিতণ্ডায় জড়িয়ে কোম্পানির লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকে। এছাড়া গতমাসে থানার অদূরে প্রকাশ্য দিবালোকে নেশা করে নিজের ফার্মেসীতে নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, জিডি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে...

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে...