January 16, 2026 - 1:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিংগাইরে ওষুধ কোম্পানি প্রতিনিধির হাত কেটে নেয়ার হুমকি ফার্মেসী মালিকের বিরুদ্ধে

সিংগাইরে ওষুধ কোম্পানি প্রতিনিধির হাত কেটে নেয়ার হুমকি ফার্মেসী মালিকের বিরুদ্ধে

spot_img

নিজস্ব প্রতিনিধি : বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মানিকগঞ্জের সিংগাইর প্রতিনিধি আখতার উজ্জামানকে তার হাত কেটে নেয়ার হুমকি দিয়েছে এক ফার্মেসী মালিক। হুমকিদাতা পৌর বাজারের মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী ও উপজেলার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের ভবেশ সরকারের ছেলে আশীষ সরকার। সরবরাহকৃত ওষুধের বিল চাইতে গেলে টাকা আটকিয়ে ওই কোম্পানির প্রতিনিধির কাছে উপহার সামগ্রী দাবী করে আশীষ। না পেয়ে হাত কেটে নেয়ার হুমকি দিলে ভুক্তভোগী নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

সরেজমিন মঙ্গলবার (৬ মে) ওষুধ কোম্পানির প্রতিনিধি,আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ও জিডি থেকে জানা গেছে, আশীষ সরকার সোমবার সকালে বেক্সিমকো ফার্মার ৪৫ হাজার টাকার ওষুধ অর্ডার দেয়। পলিসি অনুযায়ী কোম্পানি প্রতিনিধি রাতে সরবরাহকৃত ওষুধের বিল আনতে যায়। এ সময় ফার্মেসী মালিক আশীষ সরকার টাকা আটকিয়ে উপহার সামগ্রী চেয়ে প্রেসার দেয়। এতে ওই এমপিও অপারগতা প্রকাশ করলে তাকে ও তার সহকর্মী আশরাফ মো. মাহিরকে অকথ্য ভাষায় গালমন্দ, হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে আশপাশের লোকজন ও জনৈক বিএনপি নেতার হস্তক্ষেপে তৎক্ষনাৎ টাকা আদায় হলেও তার অব্যাহত হুমকি-ধমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে ভুক্তভোগী থানায় জিডি করেন। ইতিপূর্বে একাধিক ওষুধ কোম্পানি প্রতিনিধিও আশীষের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। এতে থানায় অভিযোগের পর পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া, বিভিন্ন গণমাধ্যমে স্বচিত্র সংবাদ হলেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকান্ড। এমন ঘটনায় সিংগাইরে কর্মরত শতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধির মাঝে আশীষ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিনিয়ত আশীষের হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

পার্শ্ববর্তী জামাল মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন,গত ৯ এপ্রিল আশীষ মদ্যপ অবস্থায় নিজের ফার্মেসীতে নাচানাচির ঘটনা নিষেধ করলে আমাকে মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে আমার ফার্মেসীতে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ দায়ের করলে বাজার কমিটির মধ্যস্থতায় সুরাহা হয়। পুনরায় নেশা করে মানুষের সাথে অসদাচরণ করায় আশপাশের ব্যবসায়ীরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে তার উপযুক্ত বিচার দাবী করছি।

অভিযুক্ত মাধবী মেডিক্যাল হলের স্বত্ত্বাধিকারী আশীষ কুমার সরকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানির উপহার সামগ্রী নিয়ে ওই প্রতিনিধি’র সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নিপা ফার্মার ম্যানেজার তারেক মাহমুদ বলেন, আশীষ বিভিন্ন কোম্পানির ওষুধ অর্ডার দিয়ে প্রথমে বিলের টাকা আটকিয়ে প্রতিনিধিদের জিম্মি করে। কখনো টাকার একটা অংশ হাতে কেটে রেখে অযৌক্তিক দাবী উত্থাপন করে বাগ্বিতণ্ডায় জড়িয়ে কোম্পানির লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকে। এছাড়া গতমাসে থানার অদূরে প্রকাশ্য দিবালোকে নেশা করে নিজের ফার্মেসীতে নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, জিডি অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...