December 7, 2025 - 3:05 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন

রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন

spot_img

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: রাসুল পাক (সাঃ) এঁর কটুক্তিকারী কুখ্যাত মোজাম্মেল হককে গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের সর্বমÍরের তাওহিদী জনতা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, জামায়াতের সুরা সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন বেলালী, কোষাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, ইসলামী আন্দোলনের থানা আমীর মাওলানা মোঃ কামাল উদ্দীন, মাওলানা ওবায়দুল্লা আল হাবিব, মাওলানা মোঃ রুহুল আমীন ও মাওলানা হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি রেজিস্ট্রার কুখ্যাত মোজাম্মেল হককে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি এটা খুবই দুঃখজনক।

রাসুল পাক (সাঃ) আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসুল। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব। তাঁর ভালোবাসা ও অনুসরণ করা আমাদের ঈমান। কিয়ামতের কঠিন পরিস্থিতিতে তাঁর সুপারিশ সকল মুসলিমের প্রত্যাশা। তাঁর আকাশচুম্বী সম্মান ও মর্যাদায় কেউ সামান্যতম আঘাত করলে মুসলিমগণ জীবন দিয়ে হলেও তাঁর সম্মান রক্ষা করতে প্রস্তুত থাকেন। তাঁর সুমহান চরিত্র নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যকারী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না।

অথচ কুখ্যাত মোজাম্মেল হক মুসলিমদের কলিজার টুকরা রাসুল পাক (সাঃ) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের পরও তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনায় তাওহীদি জনতার মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ঘটনার দিন মোজাম্মেল হক রাসুলপাক (সা) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মিছিল বের করে। এই ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ঝিনাইদহসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করতে শুরু করে। ইতোমধ্যে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় অস্থায়ীভাবে বহিষ্কার করেছে।

খতিব মোঃ সাইদুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কুখ্যাত এই মুজাম্মেল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে ইমাম পরিষদ ঝিনাইদহের পক্ষ থেকে গত ২৪ এপ্রিল ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কিন্তু প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৮ এপ্রিল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হরিণাকুণ্ডু আমলী আদালতে মুজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। এদিকে এই নিয়ে তাওহীদি জনতার মধ্যে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম প্রশ্নের জবাবে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তা আমরা কিছুতেই কামনা করছি না। কুখ্যাত মুজাম্মেল ছাড়াও তার সঙ্গে কারা কারা বা কোন চক্র জড়িত তাদের গ্রেফতার করা না হলে তাওহিদী জনতা মাঠে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মুজাম্মেলকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের নুন্যতম কোন শিথিলতা বা গাফরতি নেই। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং অভিযান এখনো চলমান রয়েছে। তিনি জানান, খুবই দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৭ ডিসেম্বর আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

বিনোদন ডেস্ক: ১৬ বছর পর ফের দর্শকদের মুগ্ধ করতে আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি। এই মাসেই এটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে । আশা করা...

দেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নতুন উন্মোচিত হওয়া অপো এ৬...

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল বন্দুক-পাইপগান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর...

পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত...

নাভানা সিএনজির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল...

অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন

ইমা এলিস, নিউইয়র্ক প্রতিনিধি: ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের ওপর ৫ হাজার ডলারের 'গ্রেপ্তার ফি' আরোপ করতে যাচ্ছে বলে এক শীর্ষ বর্ডার প্যাট্রোল...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৬

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬...

প্রথমবার এমএলএস শিরোপা জিতলো মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি...