January 16, 2026 - 3:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় এনসিপি-ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে দু'গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ায় এনসিপি-ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের পৌর পার্কের টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে তিন দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের” দাবিতে এনসিপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকালে টিটু মিলনায়তনের সামনে উপস্থিত হন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শুরু হওয়ার কিছু সময় পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করে। এনসিপির নেতাকর্মীরা বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। বক্তব্য রাখতে গিয়ে এনসিপি নেতা সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ দেশের জনগণের শত্রু। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বগুড়া সবদিক থেকে বঞ্চিত হয়েছে—চাকরি, প্রমোশন, অবকাঠামো—সবখানে বৈষম্য করা হয়েছে। এমনকি বগুড়ার আন্তর্জাতিক স্টেডিয়ামেও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না।”

তিনি বগুড়ায় সরাসরি রেললাইন চালুর দাবি জানান এবং আওয়ামী লীগের জেলা কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের বিরুদ্ধে ঐতিহ্যবাহী স্থাপনা দখলের অভিযোগ তোলেন। সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, সদস্য রফিকুল ইসলাম পলক, আব্দুল্লাহ আল মুহিন, জেলা সংগঠক আহমেদ সাব্বির, ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মো. মুশফিকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে ঘৃণার রাজনীতি আর হতে দেওয়া যাবে না। সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...