December 16, 2025 - 4:41 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় এনসিপি-ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে দু'গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ায় এনসিপি-ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

spot_img

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের পৌর পার্কের টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে তিন দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের” দাবিতে এনসিপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকালে টিটু মিলনায়তনের সামনে উপস্থিত হন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শুরু হওয়ার কিছু সময় পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করে। এনসিপির নেতাকর্মীরা বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। বক্তব্য রাখতে গিয়ে এনসিপি নেতা সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ দেশের জনগণের শত্রু। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে। তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বগুড়া সবদিক থেকে বঞ্চিত হয়েছে—চাকরি, প্রমোশন, অবকাঠামো—সবখানে বৈষম্য করা হয়েছে। এমনকি বগুড়ার আন্তর্জাতিক স্টেডিয়ামেও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না।”

তিনি বগুড়ায় সরাসরি রেললাইন চালুর দাবি জানান এবং আওয়ামী লীগের জেলা কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের বিরুদ্ধে ঐতিহ্যবাহী স্থাপনা দখলের অভিযোগ তোলেন। সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, সদস্য রফিকুল ইসলাম পলক, আব্দুল্লাহ আল মুহিন, জেলা সংগঠক আহমেদ সাব্বির, ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মো. মুশফিকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে ঘৃণার রাজনীতি আর হতে দেওয়া যাবে না। সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...