December 17, 2025 - 3:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদইউসিবি ইনভেস্টমেন্ট ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইউসিবি ইনভেস্টমেন্ট ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা চুক্তি স্বাক্ষর

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (UCBIL) এবং দেশের সর্ববৃহৎ অ্যাঞ্জেল ইনভেস্টিং প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক’ (BAN) আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে।

এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহীর। সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজীম আলমগীর ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক লিমিটেডের সিইও মিস আইভি হক রাসেল।

উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উদ্যোক্তা পরিচালক বিউইনের মিস ফারজানা কাশফি, বোর্ড সদস্য বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক লিমিটেডের মিস টিনা জেবিন, এক্সিকিউটিভ ডিরেক্টর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামাদ মিরালি, ব্যবস্থাপনা পরিচালক ট্রভ্যালু বাংলাদেশ-এর মিস সারাওয়াত ইসলাম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য হলো স্টার্টআপদের সহায়তার জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, পরামর্শ সেবা এবং ভবিষ্যতের বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন। ইউসিবিআইএল ও ব্যান যৌথভাবে স্টার্টআপদের ফান্ড রেইজিং, কর্পোরেট গভর্নেন্স এবং কৌশলগত বিকাশের জন্য কাজ করবে।

এ বিষয়ে তানজীম আলমগীর বলেন: “বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আরও দৃঢ় পথ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারত্ব বাংলাদেশের উদ্যোক্তা পরিবেশকে আরও দৃঢ় ও টেকসই করতে আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এমন উদ্যোগকে সমর্থন করতে গর্বিত, যা দেশের স্টার্টআপদের বিকাশ, উদ্ভাবন এবং ভবিষ্যতের অর্থনীতিকে নেতৃত্ব দিতে সহায়তা করবে”

মিস আইভি হক রাসেল বলেন: “আমি জোর দিয়ে বলতে চাই, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর ফলে, ব্যান-এর স্টার্টআপরা ইউসিবিআইএল থেকে বিনিয়োগ ব্যাংকিং সংক্রান্ত পরিপূর্ণ পরামর্শ ও সেবা পাবে—যার মধ্যে থাকবে প্রস্তুতি, কৌশলগত স্ট্রাকচারিং এবং বিনিয়োগ ও ফান্ডরেইজিং, যেটি শুরু থেকে আইপিও পর্যন্ত স্টার্টআপের প্রতিটি ধাপে সহায়তা করবে। এই ধরণের অংশীদারিত্ব বাংলাদেশের ইতিহাসে প্রথম, যেখানে একটি প্রধান ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংকিং শাখা একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতায় অংশ নিচ্ছে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছি, যা বাংলাদেশের উদ্যোক্তা জগতে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের এই স্থানটির দিকে নজর রাখতে আহ্বান জানাই।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...