সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজন চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কাজিপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর এলাকার আব্দুল আজিজের ছেলে জিম শেখ (২১), গাজীপুর কোনাবাড়ীর ছানু মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৭), কাজিপুরের সিন্দুরআটা গ্রামের ইলিন তালুকদারের ছেলে মোফাজ্জল হোসেন (৪৬) ও একই উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের রুবেল তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবি সিদ্দিক জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জিম শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনের নিজস্ব মোবাইল ফোনের দোকান রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৩১টি মোবাইল ফোন।
কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, গত ২৬ এপ্রিল ভুক্তভোগী মোহাম্মদ আলী থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে গ্রেপ্তার চারজনকে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে উপজেলার মেঘাই পুরাতন বাজারের একটি মোবাইল ফোনের দোকান ও একটি ওষুধের দোকানে টিনের চাল কেটে চুরি হয়। মামলার এজাহারে বলা হয়, ওই রাতে চোরেরা ২০০টি বাটন ফোন এবং ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।


