December 17, 2025 - 4:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকুয়াকাটায় খাল খননে ব্যাপক অনিয়ম

কুয়াকাটায় খাল খননে ব্যাপক অনিয়ম

spot_img

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নীতিমালা অনুযায়ী খাল খননের পর দুই পাশের পাড় উঁচু করে মাটি সুরক্ষার কথা থাকলেও, বাস্তবে তা মানা হচ্ছে না। বরং খনন করা মাটি অন্যত্র বিক্রি করে দিচ্ছে খনন কাজের সাথে সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ও ফাসিপাড়া নিবাসী আল-আমিন নামের এক ব্যক্তি এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশনের জন্য খালের দুই প্রান্ত পর্যাপ্ত প্রশস্ত রাখা বাধ্যতামূলক হলেও তা অনুসরণ করা হয়নি। এদিকে খালের মাঝখান কাটা হলেও আগা ও মাথায় সরু অংশ অক্ষত রয়ে গেছে, অর্থাৎ তৈরিকৃত বাড়িঘর বিদ্যমান রয়েছে, যা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। এই বাড়িঘর অপসারণ করে খালের পানি নিষ্কাশন এর ব্যবস্থা না করলে দুর্যোগ আরো বেড়ে যাবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী বলেন, খাল খনন করতে হলে খালের সম্মুখভাগ অবশ্যই আগে খনন করতে হবে, অন্যথায় মাঝখান থেকে খাল খনন করলে তাতে কোন লাভ হবে না বরং কৃষকদের আরো ক্ষতির সম্মুখীন হতে হবে।

ফাসিপাড়া এলাকার মোশারফ হোসেন মোল্লা বলেন, খালটির সম্মুখভাগ না কেটে মাঝখান দিয়ে খাল কেটে উল্টো কৃষকদের সমস্যার সৃষ্টি করতেছে, এখানে কৃষকদের সুবিধার চেয়ে যারা খাল খনন করতেছে তাদের অর্থনৈতিক স্বার্থই বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ কৃষকদের স্বার্থে হলে নিশ্চয়ই প্রথমে খালের সম্মুখভাগ খনন করা দরকার ছিল, এখানে হয়েছে উল্টোটা।

বিভিন্ন অভিযোগে জানা গেছে, খনন কাজের মান নিয়ন্ত্রণে পর্যাপ্ত তদারকি নেই। খাল খননের উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে সুবিধা বৃদ্ধি। কিন্তু অনিয়মের কারণে প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত হতে বসেছে। স্থানীয়রা বলছেন, এভাবে কাজ চলতে থাকলে প্রকল্প শেষ হলেও সমস্যার সমাধান হবে না, বরং সরকারি অর্থের অপচয় ঘটবে।

এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

খালের সম্মুখভাগ রেখে মাঝখান দিয়ে খননের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পটুয়াখালীর সহকারী প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী বলেন, এই অর্থবছরে এক কিলোমিটার খনন করার বরাদ্দ হয়েছে, পরবর্তী বরাদ্দে বাকিটুকু করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...