December 17, 2025 - 4:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকুয়াকাটায় জমির প্রাচীর ভাঙচুর: সাবেক এমপি রানা সোহেলের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায়...

কুয়াকাটায় জমির প্রাচীর ভাঙচুর: সাবেক এমপি রানা সোহেলের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

spot_img

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য রানা মো. সোহেলের বিরুদ্ধে জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটার সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জমিটি সায়েদুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী সায়েদুর রহমান জানান, তিনি ১৯৯৯ সালে লতাচাপলী মৌজার এসএ খতিয়ানভুক্ত জমি (জে.এল ৩৪, দাগ ৬৩২১) ক্রয় করেন এবং পরবর্তীতে বিএস জরিপে সেটি (জে.এল ৫৭, খতিয়ান ৯৭৬, দাগ ৪২১৩) তার নামে রেকর্ডভুক্ত হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগ করে আসছেন এবং নিয়মিত ভূমি কর পরিশোধ করছেন।

অভিযোগ রয়েছে, পাশের জমির মালিক রানা মো. সোহেল দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাবে জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। সম্প্রতি প্রাচীর নির্মাণের সময় মহিপুর থানা পুলিশ হস্তক্ষেপ করে নয়জন নির্মাণ শ্রমিককে আটক করে এবং ওই নয়জনসহ ২৭ জনকে আসামি করে মামলা করে। পরে তারা জামিনে মুক্তি পেয়ে প্রাচীর নির্মাণ শেষ করেন।

সায়েদুর রহমানের ভাই রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, “২১ এপ্রিল রাতে রানা সোহেলের নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে প্রাচীরটি ভেঙে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে থানায় একাধিকবার ফোন করলেও ওসি মো. তারিকুল ইসলাম ব্যবস্থা নেননি। বরং তার ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল।”

তিনি আরও দাবি করেন, রানা সোহেল ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় জালিয়াতির মাধ্যমে একটি পর্চা তৈরি করান (নম্বর ২৫২৫), যা পরে সহকারী কমিশনার (ভূমি) তদন্তের মাধ্যমে বাতিল করেন।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগীরা। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, রানা মো. সোহেল বলেন, “সায়েদুর রহমানের জমির দলিল সত্য, তবে জমি এখানে নয়, অন্যত্র। তিনি আমার জমির মধ্যে প্রাচীর দিয়েছেন।” তিনি দাবি করেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হোক, তারা যা সিদ্ধান্ত দেবে, আমি তা মেনে নেব।”

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “ওই এলাকায় বর্তমানে ফৌজদারি কার্যবিধির ১৪০ ও ১৪৫ ধারা জারি রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো পক্ষই সেখানে কোনো কার্যক্রম চালাতে পারবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...