December 16, 2025 - 11:53 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবিওয়াইডি সিলায়ন ৬-এর ডেলিভারি শুরু হলো দেশে

বিওয়াইডি সিলায়ন ৬-এর ডেলিভারি শুরু হলো দেশে

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয়ী ও অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি বিওয়াইডি সিলায়ন ৬। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুম ও বিওয়াইডি সার্ভিস সেন্টারে এই ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি’র ডেলিভারি কার্যক্রম শুরু হয়।

এ সময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি’র সাউথ এশিয়া প্যাসিফিক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট অব সেলস ঝাং জি। তারা নতুন ক্রেতাদের অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ি (ইলেকট্রিক ভেহিকল – ইভি) খাতের প্রতি বিওয়াইডি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ বছরের ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়া বিওয়াইডি সিলায়ন ৬ এর উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত ডিজাইন ও অতুলনীয় পারফরম্যান্সের জন্য ক্রেতাদের কাছ থেকে অনন্য সাড়া পায়। আয়োজনে আধুনিক ও দুর্দান্ত এ গাড়িটির হস্তান্তর প্রক্রিয়া দেখতে ব্যবসায়িক অংশীদার, উৎসাহী ক্রেতা ও বিওয়াইডি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিওয়াইডি সিলায়ন ৬-এ থাকা শক্তিশালী ফ্রন্ট গ্রিল, শার্প লাইন এবং হেডলাইট ও টেইললাইটে থাকা এলইডি গাড়িটির নান্দনিকতাকেই ফুটিয়ে তুলেছে। গাড়িটির সর্বাধুনিক ডিএম-আই প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি ও যুগান্তকারী ব্লেড ব্যাটারির অনন্য সমন্বয়, সুরক্ষা ও কার্যকারিতার ধারণার পাশাপাশি, হাইব্রিড এসইউভি’র অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ও পূর্ণ চার্জড ব্যাটারি নিয়ে সিলায়ন ৬ অনায়াসেই ১,১০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটিতে অনবদ্য জিয়াওয়ুন ১.৫ লিটার হাই-এফিসিয়েন্সি ইঞ্জিনের পাশাপাশি, সমুদ্র থেকে উদ্দীপ্ত নান্দনিক ডিজাইন ধারণা ব্যবহার করা হয়েছে। হাইব্রিড এই এসইউভি সর্বোচ্চ ১৬০ কিলোওয়াট পাওয়ার ও ৩০০ এনএম (নিউটন-মিটারস) টর্ক প্রদান করতে সক্ষম যা মাত্র ৮.৫ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করতে পারে।

অনবদ্য এই গাড়িটি সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “গাড়ি চালানোর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই বিওয়াইডি সিলায়ন ৬ তৈরি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে উন্মোচনের পর থেকে ক্রেতাদের অসাধারণ সাড়া পেয়ে আমরা সত্যি আনন্দিত ও অভিভূত। এ-তো কেবল শুরু! আমরা দেশের জন্য একটি স্মার্ট ও পরিচ্ছন্ন গাড়ি (অটোমোটিভ) শিল্পখাত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডেলান ব্ল্যাক ও স্টোন গ্রে – এই চারটি রঙে পাওয়া যাচ্ছে বিওয়াইডি সিলায়ন ৬। এতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি ১০-স্পিকার প্রিমিয়াম অডিও ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট রয়েছে। গাড়ি চালানোয় স্বাচ্ছন্দ্য আনতে এই হাইব্রিড এসইউভিতে কার্যকারিতা বাড়াবে এমন রিজেনেরেটিভ ব্রেকিং সহ ইকো, নরমাল ও স্পোর্ট মোড রয়েছে। এতে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিএম২.৫ ফিল্ট্রেশন সহ ডুয়েল-জোন এসি, এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেমস), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও একটি হাই এনইডিসি রেটিং রয়েছে। গাড়িটি অ্যাপল কার-প্লে (ওয়্যার্ড), অ্যান্ড্রয়েড অটো (ওয়্যারলেস), একাধিক ইউএসবি পোর্ট ও ওয়্যারলেস ফোন চার্জারের সাথে সহজে সংযুক্ত হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...