December 15, 2025 - 1:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশইজারায় দুই কোটি টাকা, যাত্রী ভাড়া জনপ্রতি ২০, অথচ ঘাটে নেই টয়লেট-ছাউনি!

ইজারায় দুই কোটি টাকা, যাত্রী ভাড়া জনপ্রতি ২০, অথচ ঘাটে নেই টয়লেট-ছাউনি!

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর জুলধা ১১ নম্বর মাতব্বর ঘাটে যাত্রী পারাপারে জনপ্রতি ভাড়া ২০ টাকা নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ঘাট-নির্ভর কয়েক হাজার যাত্রী। গত বছর এই রুটে ভাড়া ছিল ১৫ টাকা। এবার ৫ টাকা বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চসিকের রাজস্ব বিভাগের এস্টেট শাখা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নতুন ইজারার শর্ত অনুসারে। অথচ ঘাটে নেই পর্যাপ্ত ছাউনি, টয়লেট কিংবা বর্ষার জন্য নিরাপদ সরঞ্জাম। ফলে অনেকে প্রশ্ন তুলেছেন—ভাড়া বাড়লো, কিন্তু যাত্রীসেবা কই?

যাত্রীদের কণ্ঠে প্রতিবাদ

প্রতিদিন এই ঘাট ব্যবহার করেন গার্মেন্টকর্মী মিনু আক্তার। তিনি বলেন, ‘সকাল-সন্ধ্যা দুইবার যাতায়াত করতে হয়। ৫ টাকা করে বাড়তি খরচে মাস শেষে বোঝা হয়ে দাঁড়ায়। ঘাটে কোনো সুবিধা নেই, অথচ ভাড়া বাড়ানো হলো।’

দিনমজুর মো. ইয়াছিন বলেন, ‘দিনে তিনবার পার হই। এখন ভাড়া ২০ টাকা হলে মাসে খরচই বাড়বে ১৫০-২০০ টাকা। আমাদের মতো মানুষের জন্য এটা অনেক।’

অফিসগামী যুবক একরাম বলেন, ‘ভাড়া বাড়লেও বেতন বাড়েনি। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকার কিংবা চসিক কারোই যেন মাথাব্যথা নেই।’

দূরত্ব বনাম খরচ: তুলনায় মাতব্বর ঘাট

কর্ণফুলী উপজেলার বাসিন্দা নুরুল আবছার বলেন, ‘অভিয়মিত্র কিংবা ব্রিজঘাটে কম দূরত্বের জন্য ১৫ টাকা ভাড়া যৌক্তিক হলেও মাতব্বর ঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত নদীপথ দীর্ঘ ও প্রশস্ত। খরচ তুলনামূলক বেশি, ফলে সেখানে ২০ টাকা ভাড়া যুক্তিসঙ্গত হতে পারে। তবে যাত্রীসেবা নিশ্চিত করতেই হবে।’

তিনি আরও যোগ করেন, ‘লাইফবোটের নিরাপত্তা, ছাউনি, পাবলিক টয়লেট এসব থাকলে কেউ ভাড়ায় আপত্তি করত না।’

ইজারার যুক্তি ও চসিকের অবস্থান

জুলধা লাইফবোট মাঝিদের সমিতির সদস্য সালেহ আহমেদ ওরফে লালু সওদাগর বলেন, ‘আগে ঘাটে খাস কালেকশন হতো। এবার চসিক ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে।’

ইজারাদারের পক্ষে মো. ফারুক বলেন, ‘জ্বালানি তেল, যন্ত্রাংশ এবং শ্রমিক মজুরি বেড়েছে। সেই সঙ্গে ইজারার পরিমাণও অনেক বেশি। সবকিছু বিবেচনায় ২০ টাকা ভাড়া যৌক্তিক। তবে যাত্রীদের দাবি পেলে আমরা চসিককে স্মারকলিপি দেব পুনর্বিবেচনার জন্য।’

জানা গেছে, এবারে মাতব্বর ঘাটটি ভ্যাটসহ প্রায় ২ কোটি ২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে, যেখানে গত বছর ছিল অনেক কম। ইজারাদার নেজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনের প্রতিক্রিয়া

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন ফোনে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, ‘ইজারার শর্ত অনুযায়ী জনপ্রতি ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি মেয়রের সঙ্গে আলোচনা করে পুনর্বিবেচনা করবো।’

বিশ্লেষণ:

মাতব্বর ঘাটের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চসিকের নীতিগত দিক থেকে যৌক্তিক হলেও মাঠপর্যায়ে জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করছে। সরকারের যেকোনো সেবার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ, সুবিধা ও প্রভাব বিবেচনা করা জরুরি। ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীসেবাও যদি উন্নত করা না হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অবিশ্বাস আরও বাড়বে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন নেপালের লামিচান

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে...

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা...

ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলে

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া...

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত। রোববার (১৪ ডিসেম্বর)...

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...