December 17, 2025 - 11:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগাজীপুরে ৩০৯৫ পরিবারকে জমি প্রদানের হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

গাজীপুরে ৩০৯৫ পরিবারকে জমি প্রদানের হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

spot_img

গাজীপুর প্রতিনিধি: “ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি,”—গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত থেকে সংগঠনটির প্রতিনিধিরা জানান, হাইকোর্টের রায়ের আলোকে গাজীপুরের ৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা জরুরি।

সংগঠনটি সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী বক্তব্যে বলেন, প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করে যাচ্ছে তারা। বারবার সরকারি মন্ত্রণালয়ে আবেদন, জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে মানববন্ধন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ, এমনকি আইনগত লড়াই করেও এখনো তারা ভূমির দখল পায়নি।

আন্দোলনের ইতিহাস তুলে ধরে জানানো হয়, করোনাকালে ফাইল আটকে থাকার পর ২০২৩ সালে জেলা প্রশাসকের বরাবর নতুন করে চিঠি পাঠানো হয়। পরে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন, “যখন সরকারের পরিবর্তনের পর নানা উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, তখন হাইকোর্ট নির্দেশিত এই মানবিক প্রকল্প থমকে থাকবে কেন?” তারা জানান, ভূমিহীনদের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ।

এ সময় বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আর অপেক্ষা করতে পারি না। এখনই সময়, এই রায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর।”

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুরে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....