নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রাজবংশী ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুরকে সভাপতি ও অ্যাডভোকেট মোঃ দ্বীন ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একজন সিনিয়র সহ-সভাপতিসহ পাঁচজন সহ-সভাপতি ও তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক এ কমিটিতে স্থান পেয়েছেন।
এদিকে, সদ্য ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা-উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।