পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২২ কোটি ১৪ লক্ষ ২৬ হাজার ৬৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৮৬০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৮৭ পয়েন্ট কমে ৫১৮৫.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৮২ পয়েন্ট কমে ১৯২৪.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.১৪ পয়েন্ট কমে ১১৬৭.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, বিএসসি, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., নাভানা ফার্মা, বীচ হ্যাচারী, ইস্টার্ন হাউজিং, স্কয়ার ফার্মা, এসিআই ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি ল্যাম্পস, ডেসকো, হাইডেলবার্গ মেটারিয়েলস, এফবিএফআইএফ, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., আইএফআইসি ব্যাংক ফার্স্ট মি. ফা., এল আর গ্লোবাল বিডি মি. ফা. ওয়ান, ফার্স্ট, অ্যাম্বী ফার্মা, সোনালী পেপার ও নাভান ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং ফুড, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পেনিনসুলা চিটাগং, এইচ আর টেক্সটাইল, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা. ও নিউ লাইন ক্লথিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭১৭৭৯১৭৩৮১১৯.০০।