সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই নারী মাদক কারবারিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের আরমান মিয়ার স্ত্রী বিপাশা (২৭), শরীয়তপুরের গরীবের চরের সালাউদ্দিনের ছেলে মোঃ রাসেল (১৯), ময়মনসিংহের গফরগাঁওয়ের বিরই-দত্তের বাজারের মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম (৫৫)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসারসহ ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়ায় আসামী বিপাশার বাড়ির চৌচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, গাঁজা পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সোমবার আদালতে সোপোর্দ করা হয়েছে।