পুঁজিবাজার ডেস্ক: ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১৯ কোটি ৩৫ লক্ষ ১৪ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৫কোটি ৫০ লাখ ৪৭ হাজার ১৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে ৫২০৫.১৯ ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৬৫ পয়েন্ট বেড়ে ১৯২৯.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৮ পয়েন্ট কমে ১১৬৭.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, বীচ্ হ্যাচারী, বিএসসি, স্কয়ার ফার্মা, নাভানা ফার্মা, ইএইচ এল, আলিফ ইন্ডাঃ, উত্তরা ব্যাংক ও এবিবি ১ম মি. ফা।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, এনসিসিবি ১ম মি. ফা., শাইনপুকুর সিরামিকস, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., এমবিএল ১ম মি. ফা., নাভানা ফার্মা, পিএইচপি মি. ফা-১, আইএফআইসি ১ম মি. ফা., পপুলার ১ম মি. ফা. ও ১ম জনতা ব্যাংক মি. ফা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বীচ্ হ্যাচারী, হাক্কানী পাল্প, হামিদ ফেব্রিকস, সিম টেক্স, নিউ লাইন, মেট্রো স্পিনিং, ডিএসএসএল, আলিফ ইন্ডাঃ, ভিএফএস থ্রেড ডাইয়িং ও মুন্নু ফেব্রিকস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৬৬৫৪৮৪০০৮৫৯.০০।