গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বাসন থানার যোগীতলা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ওই এলাকার ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সামনে ভোগড়া,গাউছিয়া বাইপাস সড়কের মোঘরখাল এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু(৪০) এবং একই জেলা ও থানার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে ওবাইদুল হক(৪৭)। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌছলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তসহ সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটকে অভিযান চলছে।