ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার(২৬ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর পঞ্চবটি উত্তরপাড়া গ্রামের মলাই মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (৩২) এবং কসবা উপজেলার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি পিকআপে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহ শহরে নিয়ে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আকুয়া বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পিকআপ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পিকআপটি জব্দ করে মাদক কারবারি শাকিল ও রনিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।